সিটিজেন চার্টার
উপজেলা পরিসংখ্যান অফিস এর উল্লেখযোগ্য কায্যক্রমগুলি হলঃ
১। জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান প্রদান।
২। জনশুমারি ও গৃহগণনা কায্যক্রম।
৩। কৃষি শুমারি, খানা শুমারি।
৪। অর্থনৈতিক শুমারি।
৫। মাসিক ভোক্তা সূচক তথ্য সংগ্রহ
৬। সেম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম।
৭। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে।
৮। প্রধান- অপ্রধান মোট ১২৬ টি ফসলের।
৯।প্রাক্কলন করা, প্রধান ফসলের পূর্বাভাস জরিপ।
১০।ভিবিণ্ণ ফসলের উৎপাদন আনুমানিক হিসাব।
১১। ফসলাধীন জমির পরিমান ও ভূমির ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত।
১২। বিভিন্ন ফসলের ক্ষয়-ক্ষতি নিরুপণ, কৃষি মূল্য মজুরী তথ্য সংঘ্রহ বন জরিপের তথ্য সংগ্রহ।
১৩। গবাদি পশু ও হাস মুরগী জরিপ।
১৪। মাছ উৎপাদন জরিপ।
১৫। ক্লাস্টার হালনাগাদকরণ ও সম্প্রসারণ এবং উৎপাদন খরপ জরিপ।
১৬। কুটির শিল্প জরিপ।
১৭। বিভিন্ন শুমারি ও সার্ভে কাজে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস